৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপানের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলের চুগকো অঞ্চলে এই ভূমিকম্প অনূভুত হয়।
এই কম্পনের পরপরই বেশকয়েকটি আফটারশকও অনূভুত হয়েছে অঞ্চলটিতে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো শিমানে প্রিফেকচার।
দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। আপাতত ভূমিকম্পের জেরে একটি রুটে বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে, ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশের একটি জাপান। ৬ বা তার বেশি মাত্রার মোট ভূমিকম্পের পাঁচভাগের একভাগের জন্যই দায়ী দেশটি।
Leave a comment