কলকাতায় ভুয়া নথি ব্যবহার করে বসবাসের অভিযোগে বাংলাদেশি মডেল শান্তা পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতের অভিযানে জাদবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জাল আধার কার্ড ও ভোটার আইডি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শান্তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি নবায়ন করেননি। ২০২৩ সাল থেকে তিনি জাদবপুরে থাকছিলেন এবং কলকাতার বিভিন্ন স্থানে ভুয়া পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিতেন।
শান্তা ২০১৬ সালে ইন্ডো-বাংলা বিউটি পেজেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল খেতাব জেতেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং আগামী ৮ আগস্ট পর্যন্ত তাঁকে রিমান্ডে রাখা হবে।
Leave a comment