Home আন্তর্জাতিক ভারতের উত্তরপ্রদেশে কৃষকের কামড়ে মারা গেল সাপ!
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে কৃষকের কামড়ে মারা গেল সাপ!

Share
Share

ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা—সাপের কামড়ে আহত হওয়ার পর উল্টো সাপকেই কামড়ে মেরে ফেলেছেন এক কৃষক। হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে ৪ নভেম্বর এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সেদিন বিকেলে ২৮ বছর বয়সী কৃষক পুণিত ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। ঘটনাস্থলেই পুণিত ব্যথায় ছটফট করতে থাকেন। কিন্তু ভয় না পেয়ে তিনি প্রতিশোধ নিতে সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন।
পুণিত বলেন, “সাপটা পায়ে কামড় দেওয়ার পর প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু আমি ভয় পাইনি। রাগে সাপটাকে ধরে মাথায় কামড়ে দিই।”

গ্রামবাসীরা জানান, কামড়ের কিছুক্ষণের মধ্যেই সাপটি মারা যায়। তবে পুণিত অজ্ঞান হননি। দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম ইনজেকশন দেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

চিকিৎসক ডা. শের সিং বলেন, “রাতে পুণিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যান্টি-ভেনম দেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল হয়। ভাগ্যক্রমে বিষ মুখে প্রবেশ করেনি, তা না হলে তিনি বাঁচতেন না।” আরও সতর্ক করে বলেন, “সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ। এটি অনুকরণ করা উচিত নয়, কারণ মুখে বিষ ঢুকে পড়লে তা প্রাণঘাতী হতে পারে।”

পুণিতের চাচাতো ভাই অমন কুমার জানান, “প্রথমে ভেবেছিলাম ও মজা করছে। পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মৃত অবস্থায় পড়ে আছে। গ্রামের সবাই এখন এই ঘটনা নিয়েই কথা বলছে।” পরে পুণিত নিজেও বলেন, “আমি জানি না, তখন কী ভেবেছিলাম। হয়তো ভয় বা রাগে করেছি। এখন বুঝি, এটা ছিল খুবই বোকামি। আমি সত্যিই ভাগ্যবান যে বেঁচে গেছি।”

চিকিৎসকদের মতে, সাপের কামড়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত চিকিৎসা পাওয়া। বিষের প্রতিক্রিয়া দেরিতে হলেও মারাত্মক হতে পারে। ঘটনার পর থেকে পুষ্পাতলি গ্রামজুড়ে পুণিতের ‘সাহসিকতা’ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ তাকে ‘সাহসী’ বলছেন, কেউ বা বলছেন এটি ‘অযৌক্তিক রাগের বহিঃপ্রকাশ’।
সূত্র: নিউজ ১৮

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্কে মেয়র নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল প্রার্থী জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই তরুণ নেতা শুধু...

তুরস্কে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন

তুরস্কের ইস্তাম্বুলে ছয় বছরের নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম হাতে লেখা কোরআন শরিফ। অনন্য এই শিল্পকর্মটি লিখেছেন ইরাকের সাবেক স্বর্ণকার ও খ্যাতনামা...

Related Articles

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা, নিহত ৬৯ হাজার ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ইসরায়েলি হামলা ও সহিংসতা...

হেলমেট না পরায় স্কুটারচালককে ২১ লাখ রুপি জরিমানা

ভারতের উত্তর প্রদেশে হেলমেট না পরায় এক স্কুটারচালকের বিরুদ্ধে প্রায় ২১ লাখ...

তুরস্কে পারফিউমের গুদামে ভয়াবহ আগুন, নিহত ছয়

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত...

আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

ভারতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী...