চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে দেশি পাঞ্জাবিকে ভারতীয় পণ্য বলে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৫ মার্চ) পরিচালিত অভিযানে সেলিম পাঞ্জাবি মিউজিয়াম ও পরিস্থান নামের দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। অভিযোগ ছিল, বাংলাদেশে তৈরি পাঞ্জাবিগুলোতে ‘ভারতীয়’ ট্যাগ লাগিয়ে ক্রেতাদের বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এছাড়া, পণ্য ক্রয়ের কোনো বৈধ রসিদও দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম পাঞ্জাবি মিউজিয়াম দেশি পাঞ্জাবির গায়ে ভারতীয় ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল। তদন্তে প্রতারণার বিষয়টি স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে, পরিস্থান নামের আরেকটি প্রতিষ্ঠান দেশি পাঞ্জাবি ভারতীয় বলে উচ্চ দামে বিক্রি করছিল। কিছু রসিদ থাকলেও তাতে উল্লেখিত দামের সঙ্গে বিক্রয়মূল্যের পার্থক্য পাওয়া যায়। এ প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। পূরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি নামের একটি খাবারের দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে এবং মেয়াদোত্তীর্ণ দধিতে ময়লা-আবর্জনা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।
এই ধরনের প্রতারণা ঠেকাতে ভোক্তাদের কেনাকাটার সময় সচেতন থাকা জরুরি। দেশি-বিদেশি পণ্য কেনার আগে অবশ্যই রসিদ চাওয়া ও বাজারদর যাচাই করা উচিত। পাশাপাশি, এ ধরনের প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ করা যেতে পারে।
Leave a comment