পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) বেলুচিস্তানে সাম্প্রতিক জিম্মি ঘটনার জন্য ভারতকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করেছে। শুক্রবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার মূল হোতা আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ।
নিষিদ্ধঘোষিত বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) গত মঙ্গলবার (১২ মার্চ) জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ৪৪০ জন যাত্রীকে জিম্মি করে। পার্বত্য বোলান পাসের একটি পাথুরে সুড়ঙ্গ অতিক্রমের সময় সন্ত্রাসীরা রেললাইন উড়িয়ে দিয়ে এই হামলা চালায়।
পাকিস্তানের সেনাবাহিনী অভিযানে ৩৩ হামলাকারীকে হত্যা করলেও, তাদের হামলার শিকার হয়ে ২৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোরের সদস্য, ৩ জন রেলওয়ে কর্মকর্তা এবং ৫ জন সাধারণ নাগরিক বলে জানান আইএসপিআর মহাপরিচালক।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, ভারতীয় গণমাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসীদের পুরোনো ভিডিও নতুনভাবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা তথ্য।
তিনি আরও দাবি করেন, সন্ত্রাসীরা আফগানিস্তানে থাকা তাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারীরাও ছিল।
পাকিস্তানের এই অভিযোগের ব্যাপারে ভারতের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে এই হামলা ও এর দায়ভার নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a comment