আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টার মধ্যে একাধিক প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করায় ওই আসনে একমাত্র প্রার্থী ছিলেন আসিফ আকবর। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক পদে নির্বাচিত হচ্ছেন তিনি।
একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
Leave a comment