রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (২৫) কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায় ঘটনাটি সংঘটিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী যুবকের লিমন মিয়া, তার বাড়ি গাইবান্ধায়। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বিচারকের বাসায় প্রবেশ করে চাপাতির কোপে তাওসিফ রহমানকে হত্যা করেন। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ।
উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাটি পূর্ব-শত্রুতার কারণে সংঘটিত হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সুফিয়ান বলেন,“ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।”
Leave a comment