জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই–এফ) সভাপতি মাওলানা ফজলুর রহমান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
মাওলানা ফজলুর রহমান বলেন, দুই দেশের মুসলমানদের মধ্যে যে ঈমানী বন্ধন রয়েছে, তা কখনো মুছে ফেলা যাবে না। তিনি বলেন, “বাংলাদেশ যদি এক পা এগোয়, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে। পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আমরা আশা করি।”
সম্মেলনে তিনি বাংলাদেশের জনগণের সক্রিয়তা ও গতিশীলতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তার মতে, ধর্মীয় আন্দোলনকে সহিংসতার পথে না নিয়ে আদর্শিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার পথে এগোতে হবে।
ফজলুর রহমান আরও উল্লেখ করেন, পাকিস্তানি প্রতিনিধিদল কেবল সম্মেলনে উপস্থিত থাকতে নয়, বরং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি ঐক্য ও শুভেচ্ছার বার্তা পৌঁছে দিতেই এসেছে। তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ। উপমহাদেশের আলেমরা একমত যে নবী মুহাম্মদের পরে নবুওয়ত দাবি করলে তা ইসলামের পরিপন্থী।”
রাজনৈতিক ও ধর্মীয় বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে এ ধরনের আহ্বান ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে- সম্মেলনে ধর্মীয় বক্তৃতা, পাণ্ডুলিপি পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশের ইসলামিক নেতারা উপস্থিত ছিলেন।
Leave a comment