ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) ম্যাচশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা পৃথক প্রতিক্রিয়া জানান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় ডা. শফিকুর রহমান লিখেছেন, “অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে!” তার এই পোস্টে ফুটবলপ্রেমী অনুসারীদেরও ব্যাপক সাড়া দেখা গেছে। এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আসে ১-০ গোলের জয়। একাদশ মিনিটে মোরছালিনের গোল এবং পুরো দলের দৃঢ় লড়াই এই ম্যাচকে জাতীয় ফুটবলের ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ম্যাচজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, “২২ বছর পর ভারতের বিপক্ষে এই সাফল্য দেখিয়ে দিয়েছে—শৃঙ্খলা, ঐক্য আর আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ কী অর্জন করতে পারে।” তার মতে, এই জয় লাখো ক্রীড়াপ্রেমীর মনে ভবিষ্যতের নতুন আশার সঞ্চার করেছে।
তিনি আরও বলেন, মোরছালিনদের এই লড়াই তরুণদের জন্য বড় অনুপ্রেরণা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে। প্রতিভা লালন, স্বপ্নকে এগিয়ে নিতে সহায়তা এবং খেলোয়াড়দের শক্ত ভিত্তি তৈরির ওপরও তিনি গুরুত্ব দেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ-পরবর্তী উচ্ছ্বাস এখনও চলমান। বহু ক্রীড়াপ্রেমী এই জয়কে বাংলাদেশের ফুটবলে নতুন ভবিষ্যতের সূচনা হিসেবে দেখছেন, যা দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
Leave a comment