কাল মধ্যরাতে , বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ‘সাদ্দাম হোসেনের’ বাসায় আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অগ্নিকাণ্ডের একটি ভিডিও । ভিডিওতে দেখা যাচ্ছে সাদ্দাম হোসেনের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সাদ্দাম হোসেনের পরিবারের (বাবা-মা, ভাতিজা-ভাতিজি) সদস্যদের জীবন কোন রকমে রক্ষিত হয়েছে বলে জানা গেছে।
কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারও কোন স্পষ্ট প্রমাণ মেলেনি । অনেকে বলছে সন্ত্রাসী কর্মকান্ড অনেকে আবার দোষ দিচ্ছেন জামায়েত-বিএনপির ঘাড়ে।
উল্লেখ্য, ০৫ আগস্ট ২০২৪ বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাদ্দাম হোসেনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল।
Leave a comment