যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৪৫ মিনিটে একটি ছোট আকারের উড়োজাহাজ হাইওয়েতে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে। ড্যাশক্যামে ধরা পড়া ভয়াবহ মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি মাঝ আকাশে ইঞ্জিনের শক্তি হারানোর কারণে নিয়ন্ত্রণ হারায়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করলেও শেষ মুহূর্তে ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হন। ফলস্বরূপ, বিমানটি একটি চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে।
ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সি এক নারী। প্রচণ্ড ধাক্কা সত্ত্বেও তিনি অক্ষত রয়েছেন। স্থানীয়দের তৎক্ষণাৎ সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ছাড়পত্র পান।
বিমানটির সঙ্গে ধাক্কা লাগার পর আগুন ধরে যায়। হাইওয়েতে কালো ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনা এবং ধ্বংসস্তূপ সরাতে বেশ সময় লাগে। পাইলট ও বিমানটিতে থাকা অন্যান্য যাত্রীর অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিমান বিশেষজ্ঞরা বলছেন, ছোট বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলটরা সাধারণত খোলা জায়গায় জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে ব্যস্ত হাইওয়েতে নামতে গেলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হঠাৎ কেন ইঞ্জিন বিকল হলো তা জানতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
Leave a comment