প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান ও নৌ-হামলায় অন্তত ১৪ জন সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হেগসেথ বলেন, “তিন দফা হামলায় চারটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতায় নিশ্চিত হওয়া গেছে, নৌযানগুলো পরিচিত পাচার রুটে চলছিল।”
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুটি নৌযান বিস্ফোরণের পর আগুনে পুড়ে যাচ্ছে। তবে হামলার সময়, স্থান বা নিহতদের পরিচয় জানানো হয়নি। প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে গত সেপ্টেম্বরের পর এটি যুক্তরাষ্ট্রের একাদশ হামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব হামলা পরিচালিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
আইন বিশেষজ্ঞ ও কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সেনাবাহিনী নয়, বরং কোস্টগার্ডই এমন অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। ওয়াশিংটন এর আগেও তার গ্রেফতারে ৫ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরোর সঙ্গে আন্তর্জাতিক মাদকচক্রের যোগসূত্র রয়েছে—যা তিনি অস্বীকার করে আসছেন।
সূত্র: রয়টার্স
Leave a comment