চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামে ফুটবল খেলার উত্তেজনায় ভিড় জমেছিল হাজারো সমর্থক। কোপা লিবের্তাদোরেসে ব্রাজিলের ক্লাব ফোর্তালেজা ও চিলির ক্লাব কোলো কোলোর মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ শুরুর আগমুহূর্তেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা—যেখানে প্রাণ হারাতে হলো দুই তরুণ ফুটবলপ্রেমীকে।
চিলি কর্তৃপক্ষ জানায়, প্রায় ১০০ জন সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। উত্তেজনা বাড়তে বাড়তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ করার চেষ্টা হলেও ভিড়ের মধ্যে দুজন সমর্থক নিহত হন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন মাত্র ১৩ বছরের এক বালক এবং অন্যজন ১৮ বছরের এক তরুণী। তরুণীর বোন বারবারা পেরেজ জানিয়েছেন, স্টেডিয়ামের একটি বেষ্টনী ধসে পড়লে তাঁর বোন সেখানে আটকা পড়েন। তখনই পুলিশি গাড়ি এসে তাঁকে চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি। অথচ ওই তরুণীর কাছে বৈধ টিকিট ও পরিচয়পত্রও ছিল।
এ ঘটনায় চিলির কৌঁসুলি ফ্রান্সিসকো মোরালেস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেষ্টনী ধসেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে পুলিশের গাড়ির সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।
চিলির পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলেক্স বাহামোন্দেস জানান, এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তাঁর কাছ থেকে বিস্তারিত জবানবন্দি নেওয়া হচ্ছে।
ঘটনার পর দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কোলো কোলো ও ফোর্তালেজার মধ্যকার ম্যাচটি বাতিল ঘোষণা করে। তারা নিহত সমর্থকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
একটি উত্তেজনাপূর্ণ খেলার প্রত্যাশায় স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া মানুষগুলো যে এমন ভয়াবহ ঘটনার সাক্ষী হবে, তা কেউ ভাবেনি। খেলা শুরু হওয়ার আগেই ফুটবল রঙ ছড়ানোর বদলে রঙিন স্টেডিয়াম প্রাঙ্গণ রক্তে রঞ্জিত হয়ে ওঠে।
Leave a comment