মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক আলোচনাকে ‘চমৎকার’ ও ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন। এই আলোচনাগুলো ইউক্রেন যুদ্ধ অবসানের পথে উল্লেখযোগ্য অগ্রগতি এনে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে বৈঠকটি ছিল অত্যন্ত ইতিবাচক। তাঁর ভাষায়, “আমরা প্রায় ৯৫ শতাংশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। শতাংশের হিসাব যাই হোক, যুদ্ধ শেষ করার পথে আমরা অনেক দূর এগিয়েছি।”
একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন ট্রাম্প। তিনি জানান, প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ফোনালাপে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের মতে, পুতিনের সঙ্গে তার কথোপকথনও ছিল ‘চমৎকার’।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, উভয় পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপের ফলে ইউক্রেন সংকট সমাধানে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা যেকোনো সময়ের চেয়ে এখন শান্তি চুক্তির অনেক বেশি কাছাকাছি অবস্থানে আছি।”
এদিকে, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতির কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সদস্য রাষ্ট্রগুলো জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠকে বসবে।
ম্যাক্রোঁ বলেন, ওই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় তাদের সুনির্দিষ্ট অবদান চূড়ান্ত করবে, যা ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: রয়টার্স
Leave a comment