ঢালিউড অভিনেত্রী পরীমণি আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায়। সম্প্রতি এক যুবকের বুকে মাথা রেখে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। যদিও তিনি যুবকের মুখ দেখাননি, তবে নেটিজেনদের চোখ এড়ায়নি এক গুরুত্বপূর্ণ সূত্র—হাতঘড়ি!
মঙ্গলবার রাতে ফেসবুকে ছবিটি পোস্ট করে পরীমণি ক্যাপশনে লেখেন, “জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক…” এই আবেগঘন বার্তার সঙ্গে নতুন প্রেমের ইঙ্গিত স্পষ্ট।
কিন্তু রহস্য বেশি দিন লুকিয়ে রাখা গেল না। ছবিতে থাকা যুবকের হাতঘড়ির সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর ঘড়ির মিল পেয়ে গেছেন অনুসন্ধানী নেটিজেনরা। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে গুঞ্জন—পরীমণির নতুন প্রেমিক কি তবে শেখ সাদী?
বেশ কিছুদিন ধরেই পরীমণি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনে যেন নতুন মাত্রা যোগ হলো। বুধবার রাত থেকেই ফেসবুক গ্রুপ ও পেজে শুরু হয় আলোচনা। কেউ বলছেন, “পরীমণি আর লুকিয়ে রাখতে পারলেন না শেখ সাদীকে!” আবার কেউ বলছেন, “এই প্রেম কি তবে আনুষ্ঠানিক হতে যাচ্ছে?”
তবে রহস্য আরও বাড়িয়ে দিয়েছেন পরীমণি নিজেই। ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলেন তিনি। এরপর নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে গাঁদা ফুলের ছবি দিয়ে লেখেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিলো ভাইইই….!”
এই পোস্টে প্রেমের গুঞ্জন আরও উসকে দিয়েছে। শেখ সাদী ও পরীমণি একে অপরের পোস্ট শেয়ার করছেন, যা তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল আরও বাড়িয়েছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে দুজনের কেউই স্পষ্ট করে কিছু বলেননি।
Leave a comment