পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে ৮ হাজার ৪শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ সেনাবাহিনী ইব্রাহিম আলী (৪৮) নামে একজনকে আটক করেছে ।
জেলার পূর্ব মৌলানিপাড়া এলাকা থেকে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ট্যাবলেটসহ আটক করা হয় তাকে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে । এ সময় ইব্রাহিমকে ভাই-বোন ফার্মেসি নামে তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাকে সাথে নিয়ে পূর্ব মৌলানিপাড়ায় তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে জব্দ করা হয় ৮ হাজার ৪শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট। সেইসাথে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয় ইব্রাহিমকে। পরে সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন তাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত ট্যাবলেটের মূল্য আনুমানিক ২৫ লাখ ২০ হাজার টাকা।
পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে মৌলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি আমরা। এ সময় ৮ হাজার ৪শ’ পিস ট্যাপেন্ডাডলসহ আটক করা হয় একজনকে। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: যমুনা টিভি
Leave a comment