নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দেশে তরুণদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে হাজারো তরুণ ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউবসহ মোট ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা তাদের প্ল্যাকার্ডে লিখেছেন, “এবার যথেষ্ট হয়েছে” এবং “দুর্নীতি বন্ধ করো।”
সেখানে উপস্থিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ জানান, “জেনারেশন জেড-এর দাবির প্রতি সাড়া দিতে জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সরকার ভুয়া খবর, হিংসাত্মক বক্তব্য ও অনলাইন প্রতারণা নিয়ন্ত্রণের অজুহাতে এই ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে রাজধানীসহ দেশের অন্যান্য শহরেও তরুণরা সরকারি কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদে নামেন। এই আন্দোলনে শতাধিক মানুষ আহত হয়েছেন।
নেপালে ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো ব্যবহারকারী রয়েছেন, যারা বিনোদন, খবর এবং ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে তারা আবার স্বাভাবিকভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।
Leave a comment