ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক স্ট্যাটাস দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা আরশ খান। সেই পোস্টে তিনি নিজের ফুসফুসের অবস্থা নিয়ে উদ্বেগজনক মন্তব্য করায় ভক্তরা বিচলিত হয়ে পড়েন। এবার নতুন এক স্ট্যাটাসে নিজের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেতা।
ভক্তদের উদ্দেশে আশ্বস্ত বার্তা-
সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আরশ খান লেখেন— “আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করার জন্য দেওয়া পোস্টের কারণে যারা আমাকে ICU পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, এমনটা করবেন না। আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস সবই ভালো আছে। ইনশাআল্লাহ, জোর করে না নিয়ে গেলে আমি এখনই পৃথিবী ছাড়ছি না।”
পোস্টের শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে লেখেন, “আমার আগের নম্বরই আছে। ছাপানোর আগে কোনো তথ্য জানতে চাইলে কল করুন, টেক্সট করুন, ভিডিওকলও করতে পারেন। বাঁচতে হলে জানতে হবে।”
আগের পোস্ট ঘিরে আলোড়ন-
কিছুদিন আগে ধূমপান ও ভেপের ভয়াবহ পরিণতি উল্লেখ করে দেওয়া আরশ খানের আরেকটি স্ট্যাটাস ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লিখেছিলেন— “স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ, আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। সিগারেট ছাড়ার জন্য ধরেছিলাম ভেপ, কিন্তু এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ।”
তিনি আরও সতর্ক করেন, “ধূমপায়ী ব্যক্তি যদি বড় কোনো ক্ষত ছাড়া ধূমপান ছেড়ে দেয়, তবে ফুসফুস স্বাভাবিক হতে প্রায় ৯ মাস সময় লাগে। কিন্তু ভেপের ক্ষতি স্থায়ী, এর কোনো চিকিৎসা নেই।”
আরশ খান তার পোস্টে তরুণদের উদ্দেশে বলেন, “বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। যারা সম্প্রতি ধূমপানের অভ্যাস নিতে চাইছ, তারা এ থেকে দূরে থাকো। সিগারেট ছাড়তে গিয়ে ভেপে ঝুঁকো না। এ দুটো একেবারেই এড়িয়ে চলতে হবে।”
Leave a comment