দেশের নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন তথ্যের অবৈধ লেনদেনের অভিযোগে কুমিল্লা থেকে মো. তোফায়েল হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে তোফায়েল হোসেনকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন, চারটি সিম কার্ড ও একটি ল্যাপটপ জব্দ করা হয়, যা তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন বলে জানায় সংস্থাটি।
সিআইডির সাইবার মনিটরিং টিম নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ব্যবহারযোগ্য কিছু সংবেদনশীল তথ্য অবৈধভাবে কেনাবেচা হচ্ছে। এর মধ্যে রয়েছে—জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মনিবন্ধন সনদের ডেটা, মোবাইল অপারেটরের কললিস্ট ও লোকেশন, বায়োমেট্রিক তথ্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনের তথ্য, পাসপোর্ট ডেটা ও সিম রেজিস্ট্রেশনের তথ্য।
এ ধরনের গোপনীয় তথ্য সন্দেহজনক উপায়ে অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগে তোফায়েল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সিআইডির কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
তোফায়েল হোসেনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার মৌকরায় বলে জানিয়েছে সিআইডি।
সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে, যাতে ব্যক্তিগত তথ্যের অবৈধ লেনদেন বন্ধ হয় এবং সাধারণ জনগণ সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকে।
Leave a comment