নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। শনিবার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
নিহত ব্যক্তির নাম হাসিম মোল্যা (৩৮), যিনি ওই গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন কালিয়া থানার দুই পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল, এছাড়াও স্থানীয় কাদের মোল্যা, তাঁর ছেলে জনি মোল্যা, বনি মোল্যা, আশিক ও পনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যা ও জনি মোল্যার মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে গাজীরহাট বাজারে জনির পক্ষের লোকজন ঠান্ডু মোল্যাকে বের করে দেওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ে। এর জেরে শনিবার সকাল ১১টার দিকে ঠান্ডুর লোকজন জনির বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্রসহ চালানো এই হামলা ঠেকাতে গিয়ে পুলিশের দুই সদস্যসহ মোট আটজন আহত হন। গুরুতর আহত হাসিম মোল্যা চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সংঘর্ষের পর জনি গ্রুপ পাল্টা হামলার প্রস্তুতি নিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার শেখ (৫৫) নামে দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a comment