রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন যুব মহিলা লীগের সদস্য মোছা. লাবনী (২৮), আওয়ামী লীগের কর্মী মো. সিরাজুল (৩৫) ও ছাত্রলীগের কর্মী মো. রাজু (২৮)। পুলিশ জানিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা স্থানীয় ছাত্র-জনতার বাধার মুখে পড়েন। পরে উত্তেজিত ছাত্র-জনতা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান বলেন, ‘সন্ধ্যার পর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশ নেন। জনগণের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।’
Leave a comment