দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাঁরা দুই ঘণ্টা অবস্থান নেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, “আমরা আর সহ্য করব না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার যদি ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”
শিক্ষার্থীদের এই আন্দোলনের অংশ হিসেবে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামে একটি ফেসবুক গ্রুপও চালু করা হয়েছে। সেখানে আনিকা তাহসিনা নামে এক শিক্ষার্থী লেখেন, “আজ থেকে রাজু ভাস্কর্য আমাদের প্রতিবাদের প্রতীক। আমরা আর চুপ থাকব না।”
এর আগে, রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। এরপর মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন।
বিক্ষোভে শিক্ষার্থীরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”, “ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”—এমন স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা।
এদিকে, রোকেয়া হলের শিক্ষার্থীরা সন্ধ্যায় মশাল মিছিল করেন এবং ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। পরে গণতান্ত্রিক ছাত্র সংসদও রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, “২৪ ঘণ্টার মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, আরও কঠোর আন্দোলনের দিকে যেতে আমরা বাধ্য হব।”
Leave a comment