লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে পরিচালিত এ হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর বিশেষায়িত রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এখান থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে আসছে।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটছে। ইসরায়েল দাবি করে আসছে, হিজবুল্লাহর ‘অবিরাম হুমকি’ দূর করতেই এসব সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
সাম্প্রতিক এই হামলার বিষয়ে এখনো হিজবুল্লাহ বা লেবাননের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।
Leave a comment