ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষ যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিট অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করে তিনি এই আশাবাদ প্রকাশ করেন। রিজভী জানান, “আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসা শুরু করেছে। সুতরাং ২৫ ডিসেম্বর এখানে মানুষ মিলিত হয়ে একটি মহামেলা ও মহামিলনে পরিণত হবে। আমরা সম্পূর্ণ আশ্বস্ত।”
তিনি আরও বলেন, “সংবর্ধনার পর, তারেক রহমান তার মা, দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। দীর্ঘদিন নিপীড়ন ও নির্যাতন সহ্য করার পর বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ও নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বত্র আনন্দের জোয়ার বইছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে মঞ্চ পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসতে শুরু করেছেন।
মঞ্চ ও আশপাশের এলাকা থেকে দেখা গেছে, সকাল থেকেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সময় সময় গাড়িতে করে মঞ্চ পরিদর্শন করছে সেনার বিভিন্ন দল। এটি একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।
বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিনের অপেক্ষার পর দলের প্রধানকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে তারা নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ ও উদ্দীপনা তৈরি করতে চাচ্ছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংখ্যা এবং সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা এই আয়োজনকে দেশের রাজনৈতিক অঙ্গনে নজরকাড়া করে তুলেছে।
ডিএমপি ও সেনাবাহিনী একযোগে মঞ্চ ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে। অনুষ্ঠানের আয়োজনকারী কমিটি জানিয়েছে, জনসমাগমকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।
Leave a comment