বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছে দলটি। শনিবার (১১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেল জানায়, “কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত তারেক রহমানের অসুস্থতার খবরের কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ নির্জলা মিথ্যাচার।”
বিবৃতিতে আরও বলা হয়, “তারেক রহমান সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলের কর্মকাণ্ড পরিচালনায় প্রতিদিনের মতোই সক্রিয় রয়েছেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মা ও চিহ্নিত কুচক্রী মহল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে।” বিএনপির পক্ষ থেকে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের সতর্ক করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন বলেন, “তারেক রহমান অসুস্থ—এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন। সাংবাদিকদের আমরা অনুরোধ করছি, কোনো খবর প্রচারের আগে সেটির সঠিকতা যাচাই করতে।”
Leave a comment