চট্টগ্রামের মিরসরাইয়ে তারাবিহ নামাজ চলার সময় এক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির পুরুষ সদস্যরা মসজিদে নামাজে গেলে মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি ঘরে ঢুকে নারীদের জিম্মি করে সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনা বুধবার (১৯ মার্চ) রাত আটটার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের মিঠানালা গ্রামে জাহেদ চৌধুরীর বাড়িতে ঘটে।
ভুক্তভোগী জাহেদ চৌধুরী জানান, রাত আটটার দিকে তিনি ও তার ছোট ভাই তারাবিহ নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। এ সময় ঘরে ছিলেন তার বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের স্ত্রী। তখনই ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত বাড়ির ছাদের সিঁড়িঘর দিয়ে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে দুই নারীকে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে তারা। এরপর ঘরের তিনটি কক্ষ তছনছ করে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে দুই নারী সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানান, তাদের দ্রুত মিরসরাই উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে ছোট ভাইয়ের স্ত্রীকে বাড়িতে পাঠালেও মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। তবে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।
ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রমজান মাসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
Leave a comment