ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ আয়োজিত সমাবেশ থেকে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই প্ল্যাটফর্ম নানা কর্মসূচি পালন করবে।
এর আগে দুপুরে একই দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’ নামে আরেকটি সংগঠন বিক্ষোভ মিছিল বের করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয়। একই দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের একটি মিছিল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
বিকেলের মিছিলে শিক্ষার্থীরা ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘২৪–এর বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি যুবায়ের বলেন, ‘অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব পেয়েছে, কিন্তু তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। যারা গণহত্যার জন্য ক্ষমা চায়নি, তাদের গুড বা ব্যাড আওয়ামী লীগ বলে ভাগ করা যায় না।’
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আগামীকাল শনিবার বি
Leave a comment