রাজধানী ঢাকায় ভিসা আবেদনকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে ফ্রান্স। গুলশান অ্যাভিনিউয়ের র্যাংগস জেড স্কয়ারে অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে দেশটি। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন সহজতর করতে গত মঙ্গলবার এ কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই উদ্যোগ বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আরও দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করবে। নতুন কেন্দ্র চালুর ফলে প্রতিদিন বেশি সংখ্যক আবেদন গ্রহণ করা যাবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষার সময় কমবে এবং আধুনিক অর্থপ্রদানের সুবিধাও যুক্ত হবে।
ভিসা আবেদন জমা দেওয়ার জন্য আবেদনকারীদের আগে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে ভিসা প্রক্রিয়ায় কাজ করছে এবং বর্তমানে বিশ্বের ২৯টি দেশে ৭০টি কেন্দ্র পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটি জানায়, তাদের দায়িত্ব কেবল আবেদনপত্র গ্রহণ, নথিপত্র ও বায়োমেট্রিক সংগ্রহের মতো প্রশাসনিক কাজে সীমাবদ্ধ থাকবে। তবে ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ফরাসি দূতাবাসই নেবে।
নতুন কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন https://visa.vfsglobal.com/bgd/en/fra ঠিকানায়।
Leave a comment