রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাল নোট তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৫ মার্চ) মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন।
গ্রেপ্তার তিনজন হলেন সুমন (৩৮), সুলতানা (২৮) ও হানিফ গাজী (৪৮)। তাদের কাছ থেকে মোট ৯ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে, যার বেশিরভাগই ছিল ১০০০ ও ৫০০ টাকার আংশিক প্রিন্ট করা নোট।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসানো হয়। দুপুর দেড়টার দিকে অটোরিকশাযোগে আসা তিনজন সন্দেহজনক আচরণ করলে পুলিশ তাদের আটক করে। দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় সুমনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
ডিসি জসিম উদ্দিন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহ করছিল। আসন্ন ঈদ সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করেছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a comment