মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুর উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের সম্ভাবনার প্রতি জোর দেন এবং এই বিশ্বাস পুনর্ব্যক্ত করেন যে ট্রাম্পের নতুন নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তিনি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, দুই দেশের সহযোগিতা আগের চেয়ে আরও এগিয়ে যাবে এবং উভয় দেশের কল্যাণে নতুন সুযোগ তৈরি হবে।”
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা দুই দেশের মৈত্রীপূর্ণ সম্পর্কের আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a comment