ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডাকসুতে ৫৬৫ এবং হল সংসদে মোট ১,২২৬ জন প্রার্থী ফরম নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম সোমবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের জন্য মোট ১,২২৬ জন শিক্ষার্থী ফরম নিয়েছেন।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, “আজ থেকে ডাকসু ও হল সংসদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে যারা ফরম নিয়েছেন, তাদের জমা দিতে হবে। এর পরেই নির্দিষ্ট পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তা স্পষ্ট হবে।”
হল সংসদের জন্য ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী এসেছেন বিভিন্ন আবাসিক হল থেকে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী—
• সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন
• শহীদুল্লাহ হলে ৯৭ জন
• জগন্নাথ হলে ৬৬ জন
• ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন
• জহুরুল হক হলে ৯৩ জন
• সূর্যসেন হলে ৯০ জন
• মুহসিন হলে ৭৪ জন
• শামছুন্নাহার হলে ৩৭ জন
• জসীমউদ্দিন হলে ৭৪ জন
• জিয়াউর রহমান হলে ৮৭ জন
• শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন
• সুফিয়া কামাল হলে ৪০ জন
• রোকেয়া হলে ৪৬ জন
• কুয়েত মৈত্রী হলে ২৯ জন
• ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন
• অমর একুশে হলে ৮৪ জন
• বিজয় একাত্তর হলে ৮৮ জন
• এফ রহমান হলে ৭৩ জন
সব মিলিয়ে ১,২২৬ জন শিক্ষার্থী হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ দেখিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার জসীম উদ্দিন আরও জানান, ডাকসু নির্বাচনে অংশ নিতে কেবল বৈধ শিক্ষার্থীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখানে কেউ দলীয় পরিচয়ে ফরম নেননি। তবে তিনি স্পষ্ট করে বলেন, “ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তার প্রার্থিতা বাতিল করার সুযোগ থাকবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এ নির্বাচন তাদের একাডেমিক, আবাসিক ও সামাজিক দাবি-দাওয়ার প্রতিফলন ঘটাবে। বিভিন্ন শিক্ষার্থী সংগঠনও মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।
ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যে চাঙা হয়েছে ছাত্ররাজনীতি। শিক্ষার্থীরা মনে করছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে এবং ছাত্রসমাজের নেতৃত্বে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়বে।
আগামীতে ফরম জমা, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
Leave a comment