ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ নির্বাচন নিয়ে মত দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ডাকসু নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিকভাবে স্পর্শকাতর মন্তব্য করেন, যা ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ফারুকী লেখেন, “যে ভোট রাতেই করে ফেলা যায়, সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।”
ফারুকীর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর মন্তব্যকে সাহসী ও সরাসরি আখ্যা দিলেও, অন্যরা একে রাজনৈতিকভাবে উসকানিমূলক এবং বিতর্কিত হিসেবে সমালোচনা করেছেন।
পোস্টের শেষাংশে ফারুকী লেখেন, “ফুটনোট—ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফারুকীর বক্তব্য ডাকসুর নির্বাচনি আবহকে জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত করেছে। একই সঙ্গে এটি তরুণদের অংশগ্রহণ, নির্বাচনপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে ২৮টি কেন্দ্রীয় পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে। এ জন্য সব কেন্দ্রেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a comment