টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন বোন নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন— সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং তাদের খালাতো বোন, পঞ্চম শ্রেণির ছাত্রী ও মনিরুজ্জামানের মেয়ে মনিরা আক্তার (১১) ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এক খালাতো বোনের বিয়ের দাওয়াতে তারা কাতুলি ইউনিয়নের চারাবাড়ি এলাকায় আসে। শনিবার দুপুরে পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে তিন বোন নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে তারা ভেসে যায়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম জানান, “তিন শিশুকন্যার সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।” ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়দের ভিড় জমেছে।
Leave a comment