জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার বয়স ১৬ বছর এবং প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব দিয়েছে। আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলটি তাদের প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে।
শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এনসিপির সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ তথ্য জানান।
এনসিপির প্রস্তাব অনুযায়ী, ভোট দেওয়ার বয়স ১৬ বছর করা উচিত। সারোয়ার তুষার বলেন, ‘এবারের আন্দোলন বিশ্বজুড়ে “জেন–জির অভ্যুত্থান” হিসেবে পরিচিতি পেয়েছে। অথচ আসন্ন নির্বাচনে তাদের (জেন–জি) মতামত জানানোর সুযোগ নেই, শুধুমাত্র বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে। এনসিপি মনে করে, এটি যৌক্তিক নয়। তাই আমরা ভোটার হওয়ার বয়স ১৬ বছরে নামানোর প্রস্তাব দিচ্ছি।’
সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর করার প্রস্তাব দিয়েছে। তবে এনসিপি মনে করে, এটি খুবই কম বয়স। সারোয়ার তুষার বলেন, ‘আমাদের মতে, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৩ বছর হওয়া উচিত।’ বর্তমানে প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা ২৫ বছর।
আগামীকাল রোববার দুপুর ২টায় এনসিপির প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে তাদের সংস্কার প্রস্তাব জমা দেবে। এরপর এনসিপির সঙ্গে কমিশনের আলোচনা হবে বলে জানান সারোয়ার তুষার।
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন জানিয়েছে, তারা ইতোমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে। আমাদের প্রস্তাব জমা দিলে ঈদের পর এনসিপির অবস্থান নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।’
Leave a comment