জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত গণজমায়েতে সংগঠনটির নেতারা ঘোষণা দেন, সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ৬ আগস্ট থেকে দেশজুড়ে অবরোধ শুরু হবে।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ অভিযোগ করেন, জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আহতদের ভাগ্যের পরিবর্তন হয়নি, বরং নেতৃত্বে থাকা অনেকের ব্যক্তিগত লাভ হয়েছে। তিনি বলেন, সরকার যদি ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়, জনগণ নিজেরাই তা ঘোষণা করবে।
গণজমায়েতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান জানান, জুলাই শহীদদের এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি, যা তাঁদের আইনি দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহী করে রেখেছে। তিনি সতর্ক করে বলেন, ৩ আগস্টের মধ্যে দিনক্ষণ না জানালে কফিন মিছিল নিয়ে সচিবালয় অবরোধ করা হবে।
আপ বাংলাদেশের অন্যান্য নেতারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তুলে ধরে জানান, মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি পূরণ হয়নি, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়নি। সভায় র্যাপ গান পরিবেশনা ও শহীদ পরিবারের প্রতিনিধিদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
Leave a comment