জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার প্রসঙ্গ তুলে দলটিকে নতুন নামে রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী নামটা এখন বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক গঠনের পথে বড় বাধা।’
তিনি জানান, জামায়াতের নেতাদের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা থাকলেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা বহন করে এই নাম রাখাটা ছিল একটি “ঐতিহাসিক ভুল”। তার মতে, বাহাত্তরের পরে ‘জামায়াতে ইসলামী’ নামটিকে ধরে রাখা ছিল অন্যায়। কারণ, একাত্তরে দলটির ভূমিকা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক চেতনার সঙ্গে যায় না।
ফরহাদ মজহার বলেন, “আপনারা ইসলামিক আইডিওলজি থেকে ডেমোক্রেটিক লীগ করেছিলেন, তারপর কেন আবার ফিরে এলেন জামায়াতে ইসলামী নামে? এটা কি আমাদের অপমান করার জন্য?” তিনি আরও বলেন, “আপনারা যদি বারবার মুক্তিযুদ্ধকে অবমাননা করেন, তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক আবার প্রতিষ্ঠিত হবেন। আপনারা সেই পথই প্রশস্ত করছেন।”
এসময় তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরে এই সময়টাই উপযুক্ত, এখনই জামায়াতকে নাম পরিবর্তন করতে হবে। এটি শুধু রাজনৈতিক জনগণের গঠনে বাধা নয়, ইসলামের প্রতি তরুণদের আগ্রহেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।” তিনি মন্তব্য করেন, জামায়াতের একাত্তরের ভূমিকার জন্য অনেকে আজ ইসলামকে দোষারোপ করে, যা একটি ভয়ংকর সাংস্কৃতিক সংকট তৈরি করছে।
সভায় ফরহাদ মজহার সেক্যুলার ও ধর্মীয় উভয় ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের কথা বলেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ও তাদের দোসরদের বিরুদ্ধে যে লড়াই জুলাইয়ে শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শহীদুল হক, সাংবাদিক মুস্তফা নঈম, সালেহ নোমানসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা।
Leave a comment