Home জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
জাতীয়শিক্ষা

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

Share
Share

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে আজ রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় পৌঁছেছেন।

এর আগে একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করলেও দাবি পূরণ না হওয়ায় এবার শিক্ষকরা সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।
শিক্ষকদের মূল দাবি—
• মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা
• ১,৫০০ টাকা মেডিকেল ভাতা
• কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপন আকারে ঘোষণা।
দাবি না মানা হলে আজ সন্ধ্যার মধ্যে সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজকের জমায়েত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে আমরা যথেষ্ট বা বাস্তবসম্মত মনে করি না। তাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আমাদের দাবি আবারও জানাব।”

তিনি আরও বলেন, “যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা সারাদেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিতে যাব। আজকের এই জমায়েত সেই প্রস্তুতির সূচনা।” এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ করে সংগঠনটি। পরে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে সরকার বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। তবে শিক্ষকরা একে ‘প্রহসনমূলক বৃদ্ধি’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী পাস

টাঙ্গাইলের সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী...

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার...

পরিবারকে পাশে নিয়ে ঘটনার বর্ণনা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে শুরু হওয়া তুমুল আলোচনা-সমালোচনার...

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা...