সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে আজ রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় পৌঁছেছেন।
এর আগে একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করলেও দাবি পূরণ না হওয়ায় এবার শিক্ষকরা সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।
শিক্ষকদের মূল দাবি—
• মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা
• ১,৫০০ টাকা মেডিকেল ভাতা
• কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপন আকারে ঘোষণা।
দাবি না মানা হলে আজ সন্ধ্যার মধ্যে সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজকের জমায়েত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে আমরা যথেষ্ট বা বাস্তবসম্মত মনে করি না। তাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আমাদের দাবি আবারও জানাব।”
তিনি আরও বলেন, “যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা সারাদেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিতে যাব। আজকের এই জমায়েত সেই প্রস্তুতির সূচনা।” এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই বিক্ষোভ করে সংগঠনটি। পরে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে সরকার বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। তবে শিক্ষকরা একে ‘প্রহসনমূলক বৃদ্ধি’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেন।
Leave a comment