ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ গাজায় মঙ্গলবার (২৪ জুন) একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৭ ইসরায়েলি সৈন্য। জানা গেছে, তাদের সাঁজোয়া যানের সাথে বোমা লাগানো ছিল বলে ।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আইডিএফ-এর বক্তব্য অনুযায়ী, সৈন্যরা অবস্থান করছিল গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের কাছে, তখনই তাদের সাঁজোয়া যান বিস্ফোরণের শিকার হয় এবং আগুন ধরে যায়।
এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী নিহত ছয় সৈন্যের নাম প্রকাশ করেছে । তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
এখনও প্রকাশ করা হয়নি সপ্তম সৈন্যের নাম । নিহত ৬ সৈন্য হলেন ;
১. লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), কফার ইয়োনা।
২. স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), রেহোভট।
৩. স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), এলিয়াখিন।
৪. সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), মাজকেরেত বাতিয়া।
৫. সার্জেন্ট শাহার মানোয়াভ (২১), অশ্কেলন।
৬. সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন (২০), এশহার।
নিহত আইডিএফ সেনারা সবাই কর্মরত ছিলেন ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে।
আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, খান ইউনিসে চলাচলের সময় সৈন্যরা যে পুমা সাঁজোয়া ইঞ্জিনিয়ারিং যানে ছিলেন, সেখানে বোমা লাগিয়েছিল একজন ফিলিস্তিনি সন্ত্রাসী। বিস্ফোরণে যানটিতে আগুনে ধরে যায় এবং তা নেভানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়। নিহত হন সব সৈন্য। পরে পুড়ে যাওয়া যানটিকে গাজা থেকে টেনে বের করে আনা হয়।
এদিন, আরেকটি ঘটনায় ইসরায়েলি সেনারা রকেট-প্রোপেল্ড গ্রেনেড হামলার শিকার হয় ।
Leave a comment