Home আন্তর্জাতিক গাজায় ত্রাণ নেওয়ার কয়েক মিনিট পরই হত্যা করা হয় ক্ষুধার্ত শিশু আমিরকে
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নেওয়ার কয়েক মিনিট পরই হত্যা করা হয় ক্ষুধার্ত শিশু আমিরকে

Share
Share

একটু ত্রাণের আশায় হাড় জিরজিরে শরীর নিয়ে দক্ষিণ গাজার পথে হেঁটে এসেছিল ছোট্ট শিশু আমির। বয়স মাত্র আট কিংবা নয়। ছেঁড়া জামা গায়ে, পায়ে কিছুই ছিল না। সূর্যদগ্ধ রাস্তায় ১২ কিলোমিটার হেঁটে সে পৌঁছেছিল ত্রাণ বিতরণ কেন্দ্রে। কিছু চাল আর ডাল পেয়ে মুখে হাত রেখে এক বিদেশিকে চুমু খেয়ে বলেছিল ইংরেজিতে—“Thank you”। সেই কণ্ঠস্বরে তখন জীবনের জন্য আশা ছিল।

কিন্তু ওই মুহূর্তেই শুরু হয় গুলির শব্দ। ইসরায়েলি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর চালায় কাঁদানে গ্যাস, মরিচের গুঁড়া, স্টান গ্রেনেড, এমনকি তাজা গুলিও। দৌড়াতে শুরু করে শিশু আমির। কিন্তু তার ক্ষীণ পা আর চলতে পারেনি। গুলির শব্দে থেমে যায় তার প্রাণ।

সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অন্থনি আগুইলার, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিক টাকার কার্লসনের কাছে বলেন, “আমিরকে দেখে আমার নিজের ছেলের কথা মনে পড়ল। সে শুধু একটা ধন্যবাদ দিয়েছিল। তারপরই তাকে মেরে ফেলা হলো।”

আন্তর্জাতিক গণমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’ ও ‘আল জাজিরা’র বরাতে জানা যায়- ২ মার্চ থেকে গাজায় পুরোপুরি ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। খাদ্য, পানি, ওষুধ—সবকিছুর প্রবাহ থমকে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “গাজা এখন একটি মানবসৃষ্ট এবং পরিকল্পিত দুর্ভিক্ষের মুখে পড়েছে।”

জাতিসংঘের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা Gaza Humanitarian Foundation (GHF) গাজায় কাজ শুরু করার পর থেকে ত্রাণ নিতে গিয়ে ১০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে আগুইলার GHF থেকে পদত্যাগ করেন।

জাতিসংঘ-সমর্থিত Integrated Food Security Phase Classification (IPC) এর তথ্য অনুযায়ী, গাজায় প্রতি তিন শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে। ইতোমধ্যে অনাহারে মারা গেছে প্রায় ১৫০ শিশু ও প্রাপ্তবয়স্ক।

গাজার মানুষ এই ত্রাণ সংগ্রহের বিপজ্জনক পরিস্থিতিকে “স্কুইড গেম”-এর সাথে তুলনা করেছেন। যেখানে খাদ্য পাওয়া মানেই জীবন বাঁচার সুযোগ, আবার একইসঙ্গে মৃত্যুর হাতছানি। ত্রাণের জন্য অপেক্ষা এখন শুধুই ভয়, আতঙ্ক আর শেষ আশার নাম।
সূত্র: মিডল ইস্ট মনিটর, আল জাজিরা, UNRWA, IPC

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাসের লাগেজ থেকে উদ্ধার দুই বছরের শিশু

নিউজিল্যান্ডের কাইওয়াকা শহরের একটি বাস ডিপোতে অবাক করা এক ঘটনা ঘটেছে। নিয়মিত বিরতির সময় বাসের চালক একটি লাগেজে নড়াচড়া লক্ষ্য করে সন্দেহ পান।...

চলন্ত বিমানের সাথে কুকুরের ধাক্কা, প্রাণে বাঁচল ৭২ জন যাত্রী 

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগে । ফ্লাইটটিতে ছিলেন ৭২ জন যাত্রী। শনিবার (২ আগস্ট)...

Related Articles

গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রবেশপথে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে ইসরায়েলি...

যান্ত্রিক ত্রুটি, এক ঘণ্টা চলার পর মাঝ আকাশ থেকে ফিরে এলো দাম্মামের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

একদিনে আটজনের মৃত্যুদণ্ড : সৌদিতে মাদকবিরোধী অভিযানে বাড়ছে মৃত্যুদণ্ডের হার

সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই বিদেশি...

রাশিয়ায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১, আহত ১১

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলে একটি চলন্ত মালবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত...