Home আন্তর্জাতিক গাজায় খাদ্য সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৭১
আন্তর্জাতিক

গাজায় খাদ্য সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৭১

Share
Share

গাজায় খাদ্য সংগ্রহ করতে আসা সাধারণ মানুষদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭১ জন। এ সময় আহত হয়েছেন আরো শতাধিক। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে আরো সাতজনের। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ভয়াবহ হামলা এমন এক সময় ঘটল, যখন গাজা উপত্যকায় বিরাজ করছে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, শুধু গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত শিবিরগুলোতেই এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪৭০ জন। সাম্প্রতিক সহিংসতা ও খাদ্য সংকট মিলিয়ে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজায় এখন সত্যিকারের খাদ্য সংকট বিরাজ করছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ও জাতিসংঘের প্রতিনিধিরাও পরিস্থিতিকে ‘জরুরি স্বাস্থ্য সংকট’ হিসেবে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছেন যে , অবস্থা শিগগিরই পূর্ণমাত্রার দুর্ভিক্ষে রূপ নিতে পারে।
এদিকে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো ক্ষোভ প্রকাশ করে বলছে, খাদ্য বিতরণের নিরাপদ পথ নিশ্চিত না হওয়ায় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের শিবিরগুলো কার্যত ‘মৃত্যু ফাঁদে’ পরিণত হয়েছে।

চলমান সামরিক অভিযান ও খাদ্য যোগাযোগ বন্ধের কারণে গাজার পরিস্থিতি দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং ক্রমেই বাড়ছে প্রাণহানির আশঙ্কা।
সূত্র: আল জাজিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই আন্দোলনকে ‘মানি মেকিং মেশিন’ বানানো হয়েছে- উমামা

জুলাই আন্দোলনকে টাকা তৈরির যন্ত্র বানিয়ে ফেলা হয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা মন্তব্য করেছেন। গত রবিবার রাতে তিনি ফেসবুক...

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের একজন লাইফ সাপোর্টে রয়েছে । সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে...

Related Articles

অপুষ্টি-দুর্ভিক্ষে মৃতপ্রায় গাজার শিশুরা

গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে পাঁচ দিন কাটিয়ে ফিরে সাংবাদিকেরা যা...

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। এর আগে ফ্রান্স...

ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ ট্রাম্পের, ‘নরম সুরে’ প্রতিক্রিয়া জানালেন নয়াদিল্লি

বুধবার (৩০ জুলাই) ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন...

আজ ৩১ জুলাই: ইতিহাসে কী ঘটেছিল এই দিনে

বিশ্বব্যাপী প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলোই ইতিহাসের পাতায় স্থান...