গাজায় খাদ্য সংগ্রহ করতে আসা সাধারণ মানুষদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭১ জন। এ সময় আহত হয়েছেন আরো শতাধিক। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে আরো সাতজনের। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ভয়াবহ হামলা এমন এক সময় ঘটল, যখন গাজা উপত্যকায় বিরাজ করছে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, শুধু গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত শিবিরগুলোতেই এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪৭০ জন। সাম্প্রতিক সহিংসতা ও খাদ্য সংকট মিলিয়ে মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজায় এখন সত্যিকারের খাদ্য সংকট বিরাজ করছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ও জাতিসংঘের প্রতিনিধিরাও পরিস্থিতিকে ‘জরুরি স্বাস্থ্য সংকট’ হিসেবে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছেন যে , অবস্থা শিগগিরই পূর্ণমাত্রার দুর্ভিক্ষে রূপ নিতে পারে।
এদিকে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো ক্ষোভ প্রকাশ করে বলছে, খাদ্য বিতরণের নিরাপদ পথ নিশ্চিত না হওয়ায় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের শিবিরগুলো কার্যত ‘মৃত্যু ফাঁদে’ পরিণত হয়েছে।
চলমান সামরিক অভিযান ও খাদ্য যোগাযোগ বন্ধের কারণে গাজার পরিস্থিতি দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং ক্রমেই বাড়ছে প্রাণহানির আশঙ্কা।
সূত্র: আল জাজিরা।
Leave a comment