ভালোবাসাই তাদের সম্পর্কে প্রধান—এ কথা বহুবার জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বিয়ের পর থেকেই স্বামী জাহির ইকবালের সঙ্গে তাকে ঘিরে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা।
গত বছর বিয়ের পর থেকে সোনাক্ষী-জাহির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিচ্ছেন। তবে সম্প্রতি সালমান খানের বাড়িতে অনুষ্ঠিত গণেশ চতুর্থী পূজায় তাদের উপস্থিতি নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিসর্জন উপলক্ষে নাচছেন ও আরতিতে অংশ নিচ্ছেন সোনাক্ষী। তার পরনে ছিল চুড়িদার, মাথায় ওড়না। পাশে দাঁড়ানো জাহির ছিলেন সাধারণ প্যান্ট-শার্টে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নানা কটাক্ষ শুরু হয়।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “ইচ্ছা না থাকলে পূজায় অংশ নেওয়ার দরকার কী?” আবার অনেকের মতে, সোনাক্ষীর খুশির জন্যই জাহির পূজায় অংশ নিয়েছেন।
তবে এ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি সোনাক্ষী বা জাহির। এর আগেই অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন, “আমাদের সম্পর্কে ধর্ম নয়, ভালোবাসাটাই মুখ্য। আমরা একে অপরের বিশ্বাস ও ধর্মকে সম্মান করি।”
বলিউডে ভিন্ন ধর্মে বিয়ে নতুন কিছু নয়। শাহরুখ খান-গৌরী, সাইফ আলী খান-কারিনা কাপুর কিংবা আলি ফজল-রিচা চাড্ডার মতো দম্পতিরা বহুদিন ধরেই নিজেদের সম্পর্ককে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
Leave a comment