Home জাতীয় গণমাধ্যম সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার: প্রধান উপদেষ্টা
জাতীয়

গণমাধ্যম সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার: প্রধান উপদেষ্টা

Share
Share

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো দ্রুত কার্যকর করতে চাই। কমিশন যেন আশু করণীয় এবং দ্রুত বাস্তবায়নের উপায় সুপারিশ করে, সেটি গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, প্রতিবেদনটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য থাকায় বিদেশে সম্প্রচার করা সম্ভব হয় না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ও আগ্রহী বিদেশিরা দেখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।”
এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিশেষজ্ঞ, গণমাধ্যম মালিক প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা রয়েছেন।
গণমাধ্যম সংস্কারের এ উদ্যোগ গণতন্ত্র ও স্বাধীন সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রে তোলপাড় সিগন্যাল চ্যাট কেলেঙ্কারিতে

সাম্প্রতিক সময়ে, বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল-এ সামরিক পরিকল্পনা সংক্রান্ত একটি গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে অন্তর্ভুক্ত করার ফলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে।...

পাবনায় ‘অভিভাবকহীন’ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি জিইয়ে রেখেছেন কেসমত আলী

পাবনা জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি অনাদর-অবহেলায় পড়ে রয়েছে। প্রায় পাঁচ বছর ধরে সরকারি কোনো সংস্থা বা সংগঠন...

Related Articles

আমার মাইয়ার মাটির ব্যাংকটা যদি ফেরত দিত

দুই বছরের শিশু কোলে নিয়ে রাস্তার মোড়ে ছুটে চলেছেন এক মা। অঝোরে...

আজিমপুরে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ৮৮ হাজার ২০০ টাকার জাল...

মাছ ধরার বড়শিতে আটকে গেল আগ্নেয়াস্ত্র, উদ্ধার আরও ৪ শটগান

নাটোর জেলা প্রশাসকের ডাকবাংলোর পাশের একটি পুকুর থেকে চারটি নতুন শটগানসহ মোট...

এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ

প্রতিবছর সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হলেও এবার সেই...