বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঘিরে তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষোভ প্রকাশের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০১৩ সালে চট্টগ্রামে দলীয় একটি কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির সাবেক সাংগঠনিক নেতা গোলাম আকবর খোন্দকারের সঙ্গে ফোনালাপে খালেদা জিয়াকে আমীর খসরুর বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে শোনা যায়।
ভাইরাল হওয়া ওই অডিওতে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, মহানগর বিএনপির তৎকালীন আহ্বায়ক আমীর খসরু যেন কোনোভাবেই দলীয় কর্মসূচিতে বাধা না দেন। তিনি গোলাম আকবর খোন্দকারকে নির্দেশ দিয়ে বলেন, শাহাদাতকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে এবং খসরু যদি তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন। কথোপকথনে বেগম জিয়ার কণ্ঠে স্পষ্ট বিরক্তি ও ক্ষোভ ধরা পড়ে।
২০১৩ সালটি ছিল বিএনপির সরকারবিরোধী আন্দোলনের উত্তাল সময়। সে সময় চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে দলীয় নেতাদের মধ্যে মতবিরোধের অভিযোগ ছিল। আমীর খসরু মাহমুদ চৌধুরী তখন মহানগর বিএনপির আহ্বায়ক এবং গোলাম আকবর খোন্দকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন ওই সময় দলীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
ভাইরাল অডিওর সত্যতা নিশ্চিত করে গোলাম আকবর খোন্দকার বলেন, এটি ২০১৩ সালের একটি ঘটনার রেকর্ড। একটি কর্মসূচি আয়োজন নিয়ে মতভেদের কারণে বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর ওই ফোনালাপ হয়েছিল। তিনি জানান, তখন আন্দোলনের কৌশল ও কর্মসূচি নিয়ে মহানগর কমিটির ভেতরে মতপার্থক্য প্রকট ছিল।
এ বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফোন কল ও বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে ভাইরাল অডিও প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, পুরোনো একটি অডিও নতুন করে ছড়িয়ে পড়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

Leave a comment