রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার গৃহহীন হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার মধ্যরাতে এক শোকবার্তায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং পুনর্বাসন কার্যক্রমে সরকারি সহায়তার পূর্ণ নিশ্চয়তা দেন।
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কড়াইল বস্তির তেজগাঁও সংলগ্ন অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় বহু ঘরবাড়ি, ভস্মীভূত হয় জীবিকা ও সামান্য সঞ্চয়ের সম্বল। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে আগুনের তীব্রতা ও বস্তির ঘিঞ্জি পরিবেশের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন,“কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্যই অত্যন্ত মর্মান্তিক। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।”
তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথা বলেন।
কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকেও গুরুত্ব দেন। বিশেষজ্ঞদের মতে, বস্তির ঘিঞ্জি কাঠামো, সংকীর্ণ পথ ও অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক সংযোগ এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়ায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা না গেলেও বহু মানুষ তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও ব্যক্তিগত সামগ্রী হারিয়েছে।
Leave a comment