কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মীর মোশাররফ হোসেন জিসান (২৮)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা ও চান্দের গাড়ির চালক।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে নিয়মিত টহলের অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে টেকনাফগামী একটি চান্দের গাড়ি তল্লাশি করা হয়। এ সময় গাড়ির চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে গাড়ির চালক মীর মোশাররফ হোসেনকে আটক করা হয়।
বিজিবি জানায়, গাড়িটি কক্সবাজার শহর থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, ইয়াবাগুলো সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পাচারের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন,“আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল অভিযান চালায়। তল্লাশির সময় চালকের সিটের নিচে গোপন চেম্বার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত শেষে আটককৃত ব্যক্তি ও জব্দ করা মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত। মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান দিয়ে নিয়মিতভাবে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত কক্সবাজার জেলায় প্রায় ২৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কয়েকশ কোটি টাকা। পাচারকারীরা নানা কৌশলে ইয়াবা পরিবহনের চেষ্টা করলেও নিয়মিত গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টে তল্লাশির কারণে বেশিরভাগ চালান ধরা পড়ছে।
Leave a comment