Home আন্তর্জাতিক ইসরায়েলকে মোকাবিলায় একত্র হয়েছে ইরান-পাকিস্তান।
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরায়েলকে মোকাবিলায় একত্র হয়েছে ইরান-পাকিস্তান।

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার একসঙ্গে অবস্থান নিয়েছে ইরান ও পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তেহরান সফরকালে জানিয়েছেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে ও ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে ইসলামাবাদ ও তেহরান একযোগে কাজ করবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠকে শেহবাজ বলেন, “পাকিস্তান বরাবরই ইসরায়েলবিরোধী অবস্থানে অবিচল থেকেছে। গাজায় ৫৪ হাজার মানুষের নিহত হওয়া আন্তর্জাতিক মানবতার ওপর এক গভীর কলঙ্ক।”

বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, “ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।”তিনি সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং আঞ্চলিক সংগঠন ইকোর সংস্কারে সক্রিয়তা বৃদ্ধির জন্য পাকিস্তানকে আহ্বান জানান।

এর আগে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে ইরানকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেয়। এছাড়া দুই দেশের সীমান্তে সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেহবাজ যৌথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, পাকিস্তানের বেলুচিস্তানে চলতি বছরের শুরুতে ইরানি হামলায় দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা দিলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সফরকে ‘নতুন সূচনা’ হিসেবে আখ্যা দিয়েছেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিসানের ব্যাটিং ও রাকিবুলের বোলিংয়ে নেপালকে হারাল বাংলাদেশ ‘এ’

ডারউইনে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও আজ শনিবার নিজেদের দ্বিতীয়...

নতুন সংবিধানের দাবি এড়িয়ে যাওয়ার অভিযোগ ড. ইউনুসের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে ‘সংস্কারকৃত সংবিধান’ শব্দ ব্যবহার করে নতুন সংবিধান প্রণয়নের দাবিকে পাশ কাটিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয়...

Related Articles

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারে পৌঁছাল

ইসরায়েলের চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে...

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময়...

ই’সরায়েলজুড়ে বিক্ষোভ, গা’জায় যুদ্ধবিরতির দাবিতে অচল জেরুজালেম-তেল আবিব

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে রবিবার ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।...

নতুন এডিনবরার নর্দান আসনে স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার প্রার্থী ফয়ছল চৌধুরী

নবগঠিত এডিনবরার নর্দান আসনের জন্য আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী...