ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ড্রোনের মাধ্যমে পরিচালিত হামলায় ধ্বংস করা হয়েছে ইরানের ১৫টি বিমান ও হেলিকপ্টার। সেই পোস্টের সঙ্গে সংযুক্ত তালিকায় মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসনব্যবস্থার মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি যুদ্ধবিমান ।
এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণস্থলগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিশানা করে স্থাপন করা হয়েছিল বলে আইডিএফ জানিয়েছে । এদিকে মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
এক এক্স বার্তায় বলেন, ‘বড় ভুল ও অপরাধ’ করেছে ইসরায়েল। সেই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। আর সেই শাস্তি ই দেওয়া হচ্ছে । এক্সে দেওয়া ওই পোস্টে খামেনি আরও বলেন, ‘জায়নবাদী শত্রু বড় অপরাধ করেছে। সেই অপরাধের শাস্তি তারা পাচ্ছে । এই শাস্তি চলবে।’
Leave a comment