Home অর্থনীতি অন্যান্য ‘ইদ’ বাদ, ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি
অন্যান্য

‘ইদ’ বাদ, ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি

Share
Share

বাংলা একাডেমির অভিধানে দীর্ঘদিন ধরে চলে আসা ‘ইদ’ বানান বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে। এবার একাডেমির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ডে ‘ঈদ মোবারক’ লেখা হয়েছে, যা নেটিজেনদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
বাংলা একাডেমির ২০১৬-১৭ সালের সংস্করণে ‘ঈদ’ বানান পরিবর্তন করে ‘ইদ’ করা হলে তা নিয়ে বিতর্ক শুরু হয়। প্রতি বছর ঈদের সময় এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চাঙ্গা হয়ে ওঠে। ‘ঈদ’ নাকি ‘ইদ’ হবে, তা নিয়ে পক্ষ-বিপক্ষ যুক্তি তুলে ধরে। তবে এবার বাংলা একাডেমি এ বিতর্ক নিরসনের উদ্যোগ নিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত ঈদকার্ড তাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়, যেখানে ‘ঈদ মোবারক’ লেখা ছিল। এতে অনেকে স্বস্তি প্রকাশ করেন। নেটিজেনদের মধ্যে সিফাতুল্লাহ আফিফ বঙ্গ মন্তব্য করেন, ‘‘ইদ’ লেখার চাইতে ‘ঈদ’ লেখাটাই বেশি ভালো লাগে। সুন্দর লাগে। মনের মধ্যে একটা ভাব আসে।’’
তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, একাডেমির অভিধান থেকে কি তাহলে ‘ইদ’ পুরোপুরি বাদ যাচ্ছে? এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, “এটা নিয়ে কিছু ভাবছি না।” তিনি জানান, বিতর্কিত কিছু শব্দের বানান পরিবর্তন নিয়ে একাডেমি কাজ করছে। ঈদের পর নতুন একটি কমিটি গঠন করা হবে, যা সুপারিশ করলে বাংলা একাডেমির পরবর্তী সংস্করণে সংশোধন আনা হবে।
ড. মোহাম্মদ আজম বলেন, একটি বিশেষজ্ঞ কমিটি এসব বিতর্কিত বানান নিয়ে সিদ্ধান্ত দেবে। এটি শুধু ব্যাকরণগত নয়, বরং ঐতিহ্যগত বিষয়ও জড়িত।
তিনি আরও জানান, আগেও একটি কমিটি করা হয়েছিল, তবে সেটি কার্যকরভাবে কাজ করতে পারেনি। ঈদের পর নতুন কমিটি করে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুধু ‘ঈদ’-‘ইদ’ নয়, ‘নবী’ শব্দে দীর্ঘ ঈ-কার ও হ্রস্ব ই-কার ব্যবহারের যুক্তিতর্কও দীর্ঘদিন ধরে রয়েছে। একইভাবে, ‘শহিদ’ নাকি ‘শহীদ’—এসব বিতর্কও সমাধানের উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সংস্করণে এসব বানান পর্যালোচনা করে পরিবর্তন বা সংযোজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা আজ বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ ইং। ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ বাংলা। ১৮ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি। বছর...

শরীয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার শিক্ষার্থী 

শরীয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় এক কলেজ শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা এক...

Related Articles

সরকারি প্রতিষ্ঠানে আয়ের বিপরীতে ব্যয় বেশি ১৯০০ শতাংশ

দেশের একমাত্র সরকারি কাচ কারখানা উসমানিয়া গ্লাস শিট টানা লোকসানে জর্জরিত হয়ে...

বাংলাদেশে নৌকা আর ভাসবে না: হাসনাত

বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত...

এবার শুল্ক–কর আদায় আরও বাড়ানোর শর্ত দিল আইএমএফ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর শর্তের বোঝা বাড়াচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (এনবিআর)।...