Home আঞ্চলিক আশুলিয়ায় পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

আশুলিয়ায় পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

Share
Share

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল–আবদুল্লাহপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. সাত্তার। তিনি জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে প্রাণে বেঁচে যান বলে জানিয়েছেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চালক মো. সাত্তার বলেন, “ভোরের দিকে হঠাৎ ধোঁয়া আর তাপ অনুভব করি। দেখি বাসে আগুন লেগেছে। তখনই জানালা ভেঙে লাফ দিয়ে বের হই। কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো বাঁচতে পারতাম না।” তার দাবি, তিনি বাসটি আগের রাতে সড়কের পাশে পার্কিং করে ঘুমিয়ে ছিলেন। কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “ভোরে সরকার মার্কেট এলাকায় পার্কিং করা বাসটিতে আগুন দেন দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে বাসের আসন, জানালা ও ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, “ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বাসটিতে আগুন দেয়।” তিনি আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ভোরে হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়ে। আমরা এসে দেখি পুরো বাস জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। কে আগুন দিল বুঝতে পারছি না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অস্ট্রেলিয়ায় ৪৬ মিলিয়ন ডলারের প্রতারণায় নারী জ্যোতিষী গ্রেফতার

অস্ট্রেলিয়ায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার প্রতারণার অভিযোগে এক নারী জ্যোতিষী তার মেয়েকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ৫৩ বছর বয়সী এই নারী নিজেকে...

কুষ্টিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার...

Related Articles

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের গভীর উদ্বেগ ও প্রতিক্রিয়া

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে...

দক্ষিণ আফ্রিকায় বাস–ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত...

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় তোফাজ্জল বিশ্বাস (৫০) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক...

ফেনীর সোনাগাজীতে অটোচালককে গলা কেটে হত্যা

ফেনীর সোনাগাজী উপজেলায় মনোরঞ্জন রায় নামে এক অটোরিকশা চালককে দুর্বৃত্তরা গলা কেটে...