ইতালির কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার ও বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘আরমানি’র প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মিলানে তার মৃত্যু হয়। ফ্যাশন দুনিয়ার ‘মুকুটহীন রাজা’ নামে পরিচিত আরমানি ছিলেন আধুনিক স্টাইল, সরলতা ও অভিজাত্যের প্রতীক। তার মৃত্যুতে বিশ্ব ফ্যাশন অঙ্গন এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।
চলতি বছরের জুনে স্বাস্থ্যগত সমস্যার কারণে মিলান মেন’স ফ্যাশন উইকের শো থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তিনি। দীর্ঘ পাঁচ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে এটাই ছিল প্রথমবারের মতো কোনো র্যাম্প অনুষ্ঠান মিস করার ঘটনা। জীবনের শেষ দিন পর্যন্ত ফ্যাশনের প্রতিটি খুঁটিনাটি তদারক করতেন আরমানি—হোক তা নতুন কালেকশনের ডিজাইন, বিজ্ঞাপনের ধরন কিংবা মডেলদের স্টাইলিং। এজন্যই সহকর্মী ও অনুরাগীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘রে জর্জিও’ নামে।
১৯৭৫ সালে নিজ নামে ব্র্যান্ড প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বব্যাপী ফ্যাশন ট্রেন্ডের অন্যতম নিয়ামক হয়ে ওঠেন। শুধু পোশাক নয়, আরমানির প্রতিষ্ঠান প্রসারিত হয় বিউটি, মিউজিক, স্পোর্টস এমনকি বিলাসবহুল হোটেল খাতেও। ব্যবসায়িক দূরদর্শিতা ও সৃজনশীলতার অনন্য সমন্বয়ে কোম্পানিকে তিনি বছরে দুই বিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করতে সক্ষম করেছিলেন।
আরমানির ডিজাইনে ছিল সরল অথচ মর্যাদাপূর্ণ আবেদন, যা তাকে সেলিব্রিটি ও কর্পোরেট জগতের প্রিয় ডিজাইনারে পরিণত করেছিল। হলিউডের অসংখ্য তারকা থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়াবিদরা তার পোশাক পরে রেড কার্পেট ও গুরুত্বপূর্ণ আয়োজনে হাজির হয়েছেন। ফ্যাশনকে তিনি কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় মনে করেননি, বরং ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখেছেন।
মিলানভিত্তিক এই ডিজাইনারের মৃত্যুতে ইউরোপ ও আমেরিকার ফ্যাশন হাউসগুলো শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সহকর্মী ডিজাইনার, মডেল ও ভক্তরা। তার উত্তরাধিকার বহন করবে সেই ব্র্যান্ড, যা আধুনিক ফ্যাশনের গতিপথকে পাল্টে দিয়েছিল। জর্জিও আরমানি চলে গেলেন, কিন্তু তার সৃষ্ট স্বকীয় স্টাইল ও অনন্য দৃষ্টিভঙ্গি ফ্যাশন দুনিয়ায় অমর হয়ে থাকবে।
Leave a comment